মধুচক্রের ফাঁদে তিন জনপ্রিয় অভিনেত্রী, উদ্ধার হলেন পুলিশি সাহায্যে।
নজরবন্দি ব্যুরো: মুম্বাই পুলিশের সাহায্যে মধুচক্রের হাত থেকে রেহাই পেলেন তিন জনপ্রিয় অভিনেত্রী। এই চক্রের মূল মাথা হিসাবে নাম উঠে এসেছে প্রিয়া শর্মা নামে এক মহিলার, বয়স ২৯ বছর। তিন অভিনেত্রী অভিযোগ তোলেন, প্রিয়া শর্মা তাদের জোর করে দেহব্যবসা করতে বাধ্য করেন। তিনজনের মধ্যে দুজন অভিনেত্রী এবং একজন গায়িকা।তাদের মধ্যে একজন নাবালিকা রয়েছেন, যিনি ইতিমধ্যে বেশ কিছু ওয়েবসিরিজে কাজ করেছেন।অন্য দুজনের মধ্যে একজন ‘সাবধান ইন্ডিয়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন ও অপরজন মারাঠি ছবি ও ধারাবাহিকের অভিনেত্রী।
অন্ধেরির একটি তিনতারা হোটেলে দীর্ঘদিন দিন ধরেই চলত মধুচক্রের ব্যবসা। পুলিশের কাছে বারবার অভিযোগও এসেছে এই হোটেলের বিরুদ্ধে। সঠিক তথ্য না পাওয়ায় পুলিশ কোন পদক্ষেপ নিতে পারেনি। বৃহষ্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই তিনতারা হোটেলে হানাদেয় এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত প্রিয়া শর্মা এর আগে কান্দিভালিতে একটি ভ্রমণ সংস্থার অফিস চালাতেন। যেখানে ভ্রমণ ব্যবসার আড়ালে চলত দেহব্যবসা। প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
অন্ধেরির একটি তিনতারা হোটেলে দীর্ঘদিন দিন ধরেই চলত মধুচক্রের ব্যবসা। পুলিশের কাছে বারবার অভিযোগও এসেছে এই হোটেলের বিরুদ্ধে। সঠিক তথ্য না পাওয়ায় পুলিশ কোন পদক্ষেপ নিতে পারেনি। বৃহষ্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই তিনতারা হোটেলে হানাদেয় এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত প্রিয়া শর্মা এর আগে কান্দিভালিতে একটি ভ্রমণ সংস্থার অফিস চালাতেন। যেখানে ভ্রমণ ব্যবসার আড়ালে চলত দেহব্যবসা। প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
No comments