Header Ads

চাঁদা দিতে না চাওয়ায় শিশুর গলায় দড়ি লাগিয়ে জুলুমের অভিযোগ

নজরবন্দি ব্যুরোঃ সামনেই সরস্বতী পূজো। পাড়ার মোড়ে চলছে চাঁদা নেওয়া। রীতিমত জোর জুলুম করেই চলছিল চাঁদা নেওয়া। চাঁদা না দেওয়ায় স্কুল পড়ুয়া এক শিশুর গলায় দড়ি জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর তাতেই আহত হয় ওই খুদে পড়ুয়া। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিউড়ির চাঁদনিপাড়া এলাকায়। আহত ছাত্র স্বপ্ননীল চৌধুরী স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

স্থানীয় সূত্রে খবর এদিন ওই শিশুটি দিদিমনির কাছে টিউশন পড়ে দিদিমনির স্কুটিতেই বাড়ি ফিরছিল। আচমকা এলাকার এক মহিলা সহ বেশ কয়েক জন দড়ি ধরে রাস্তা আটকায়। এরপর চাঁদা চাইতে থাকে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় শিশুটির গলায় দড়ি জড়িয়ে দেয় বলে অভিযোগ। সেই দড়িতেই টান পোড়ে গলায় আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাও করা হয়।
এই ঘটনা প্রকশ্যে আসার পর জানা যায় আগে এলাকার এক ছাত্রীকেও একই ভাবে চাঁদা চেয়ে ছিল। কিন্তু না দেওয়া তাকেও গলায় দড়ি জড়িয়ে চাদার জন্য জুলুম করতে থাকে। এই ঘটনায় দুই পড়ুয়ার পরিবারই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.