নদীর পাড়ে ১০০ মিটারের ব্যবধানে দুই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
নজরবন্দি ব্যুরোঃ নদীর পাড়ে ১০০ মিটারের ব্যবধানে দুই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতেই একটি দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালেও এক মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলির মেরিগঞ্জ এলাকায়।
স্থানীয় মেরিগঞ্জে পিয়ালী নদীর পাড়ে বৃহস্পতিবার রাতে একটি মহিলার দেহ পড়ে ছিল। পর দিনই উদ্ধার হয় অন্য আরেকটি দেহ। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা যায় নি। পুলিশের অনুমান সন্ধ্যে নাগাদ অন্ধকারে প্রথমে এক মহিলাকে খুন করে নদীর পাড়ে ফেলে দেওয়া হয়।
তারপর ১০০ মিটারের মধ্যে আরও একজনকে খুন করা হয়। প্রণয়জনিত কারণেই কি খুন, তদন্তে কুলতলি থানার পুলিশ। সেই সঙ্গে দুজনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় মেরিগঞ্জে পিয়ালী নদীর পাড়ে বৃহস্পতিবার রাতে একটি মহিলার দেহ পড়ে ছিল। পর দিনই উদ্ধার হয় অন্য আরেকটি দেহ। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা যায় নি। পুলিশের অনুমান সন্ধ্যে নাগাদ অন্ধকারে প্রথমে এক মহিলাকে খুন করে নদীর পাড়ে ফেলে দেওয়া হয়।

No comments