Header Ads

কলকাতায় উদ্ধার কোটি টাকার বাঘের ছাল, গ্রেফতার ৩

নজরবন্দি ব্যুরোঃ মহানগরী কলকাতার বুকে ৫০ বছরের বাঘের ছাল সহ গ্রেফতার হয় তিন জন। বৃহস্পতিবার আনন্দপুরের একটি হোটেল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে গড়িয়াহাট থেকে এক জনকে গ্রেফতার হয়। ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা।

উদ্ধার হওয়া ওই ৫০ বছরের পুরাতন বাঘের চামড়াটির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। চামড়াইয় দুটি ফুটো রয়েছে। বাঘটিকে গুলি করে মারা হয়েছিল বলে তদন্তকারী অফিসাররা জানান। ধৃত তারক হালদার ও ইব্রাহীম মণ্ডলকে জেরা করে পুলিশ জানতে পারে এগডালিয়ার বসিন্দা অনিন্দ্য মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছে এই চামড়া ছিল।
চামড়াটি ৬ মাস আগেই বিমানবন্দর এলাকায় আনা হয় বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পেয়েই বৃহস্পতিবার অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। বাঘের চামড়াটি কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিংবা এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের হদিশ পেতে ধৃতদের টানা জেরা করছে তদন্তকারী অফিসাররা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.