Header Ads

পাহাড়ে NRC-র বিরুদ্ধে মহামিছিল; নেতৃত্বে মুখ্যমন্ত্রী।

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: পাহাড় সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাহাড়ে টানা পাঁচদিন CAA বিরোধী প্রচার সারবেন তিনি, সুর চড়াবেন CAA এবং NRC নিয়ে। কর্মসূচী অনুযায়ী আগামিকাল দার্জিলিংয়ে NRC-র প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের পুরসভায় যারা কাজ করেন এমনকী বাসিন্দাদের অনকেই বলছেন যেভাবে অসমে গোর্খাদের নাম বাদ পড়েছে তাতে তাঁরা ভীত।
তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগদান করে এই একই ইস্যুর প্রতিবাদে পথ হাঁটবেন পুরসভার কর্মীরাও, পাশে তিনিও থাকবেন।আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এমনটাই জানিয়েছেন পুরসভার প্রতিনিধি দল। ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। এবার সেই আন্দোলন ছড়িয়ে দিতে চান পাহাড়-সহ উত্তরবঙ্গেও। ২২ তারিখ পাহাড়ে এনআরসি-সিএএ বিরোধিতায় মিছিলে হাঁটবেন মমতা। মঙ্গলবার সকালে দার্জিলিং-এর চকবাজার সহ কিছু জায়গা ঘুরে দেখেন। দার্জিলিং পাহাড়ে চার কিলোমিটার পদযাত্রার আয়োজন করেছে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ও দার্জিলিং হিল তৃনমূল কংগ্রেস।পদযাত্রা শেষে দার্জিলিংএর মোটর স্ট্যান্ডে একটি সভা করবেন মূখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির কারণে ইতিমধ্যেই সভামঞ্চ ও গান্ধী রোড নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে দার্জিলিং জেলা পুলিশ প্রশাসন।শেষ পর্যায়ের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে ম্যাল থেকে মোটরস্ট্যান্ডের সভাস্থল পরিদর্শন করেছেন মোর্চা ও হিল তৃনমূলের উচ্চ নেতৃত্বরা।
পাশাপাশি ম্যালে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন ব্যবসায়ীদের। পাশাপাশি নিজের হাতে পোলিও খাইয়ে দেন এক শিশুকে। উল্লেখ্য, দু-তিনদিনেই CAA বিরোধিতায় প্রস্তাব আনা হবে বিধানসভায়। সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.