ঋদ্ধিকে রঞ্জি খেলতে বারন করলো বোর্ড
নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ড টেস্ট সফরের আগে বাংলার হয়ে ১টি ম্যাচ খেলতে চেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু সাহাকে রঞ্জি খেলতে না করে দিল বিসিসিআই। ইডেনে ঐতিহাসিক গোলাপি বল টেস্টে চোট পাওয়ায় পর মাস কয়েক মাঠের বাইরে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। বিদেশ সফর করার আগে ম্যাচ ফিটনেস পেতে রঞ্জিতে খেলতে চেয়েছিলেন ঋদ্ধি। ২৭ তারিখ থেকে ইডেনে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নামবে বাংলা।
কিন্তু ঋদ্ধিকে বোর্ডের তরফে সেই ম্যাচে খেলার ছাড়পত্র দেওয়া হলো না। এই বিষয়ে বাংলার কোচ অরুণ লাল বলেন “আমার মনে হয় না দিল্লির সঙ্গে পরবর্তী রঞ্জি ম্যাচের জন্যে আমরা ঋদ্ধিকে পাব। আমি যতটা জানি বিসিসিআই ওকে এখন মাঠে নামতে মানা করেছে”। চোটপ্রবণ উইকেটরক্ষককে আগলে রাখার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
কোন মন্তব্য নেই