Header Ads

এবার সিএএ বিরোধী প্রস্তাব পাস হল পশ্চিমবঙ্গ বিধানসভায়

নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে বিধানসভায় বিরোধী প্রস্তাব এনেছিল কেরালা। এরপর পাঞ্জাব ও রাজস্থানেও আইন বিরোধী প্রস্তাব পাস হয়। পশ্চিমবঙ্গের বিধানসভায় আগেই সিএএ বিরোধী প্রস্তাব এনেছিল বাম-কংগ্রেস। কিন্তু সেই সময় সিএএ বিরোধী প্রস্তাব গ্রহন করেনি বিধানসভা।

কিন্তু পরে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় আনার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইমত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব আনা হয়। বিরোধী প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি।
প্রস্তাব আনার আগে রাজ্যের তরফে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাম ও কংগ্রেসদের কাছে সমর্থনের জন্য চিঠি দেন। সেই মত সিএএ বিরোধী প্রস্তাবকে সমর্থন জানায় বামে ও কংগ্রেসরা। ভারতের মধ্যে এই নিয়ে চতুর্থবার কোন রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনল। এবার কেরালা, পাঞ্জাব, রাজস্থানের সঙ্গে একই সারণীতে চলে এল বাংলা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.