অমিত শাহকে পশুর সাথে তুলনা পরিচালক অনুরাগ কাশ্যপের
নজরবন্দি ব্যুরো : এইবার বলিউডের নির্দেশকের কটাক্ষের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন ইতিহাস জানোয়ারটার গায়ে থুতু ছেটাবে।আসলে দিল্লিতে অমিত শাহের জন সভায় এক বিক্ষোভকারী মারা অভিযোগ ওঠে। এই ঘটনাটিকে তীব্র প্রতিবাদ করে সোমবার পরিচালক অনুরাগ কাশ্যপ একটি টুইট করেন।
সেই টুইটে তিনি লেখেন 'আমারদের গৃহমন্ত্রী কতটা ভীতু ,নিজের সেনা , নিজের পুলিশ থাকা সত্বেও নিজের সুরক্ষা বাড়ায়। ওপর দিকে যারা শুধুমাত্র প্রতিবাদ করছে ,তাদের ওপর এরা আক্রমন করাছে। নোংরামির সব থেকে নিচু মানসিকতার সীমা ছাড়িয়েছেন অমিত শাহ। এই জানোয়ারটার গায়ে ইতিহাস থুতু দেবে।' যদিও বিজেপি কে এই প্রথমবার কটাক্ষ করেননি কাশ্যপ।এর আগেও তিনি বিজেপি ও এবিভিপিকে সন্ত্রাসবাদী বলেছেন।
শুধু তাই নয় সম্প্রতি তিনি প্রধান মন্ত্রী কে ও কটাক্ষ করে টুইটে বলেছেন ,'আগে প্রধানমন্ত্রী দেশের নাগরিককে ডিগ্রি দেখান। এবং তাঁর বাবার সার্টিফিকেট দেখান। তারপর কথা হবে। ' পরিচালক অনুরাগের অমিত শাহের প্রতি কটাক্ষকর টুইট কিছুক্ষনের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং নেট দুনিয়ায় নিন্দার ঝড় ও ওঠে।
সেই টুইটে তিনি লেখেন 'আমারদের গৃহমন্ত্রী কতটা ভীতু ,নিজের সেনা , নিজের পুলিশ থাকা সত্বেও নিজের সুরক্ষা বাড়ায়। ওপর দিকে যারা শুধুমাত্র প্রতিবাদ করছে ,তাদের ওপর এরা আক্রমন করাছে। নোংরামির সব থেকে নিচু মানসিকতার সীমা ছাড়িয়েছেন অমিত শাহ। এই জানোয়ারটার গায়ে ইতিহাস থুতু দেবে।' যদিও বিজেপি কে এই প্রথমবার কটাক্ষ করেননি কাশ্যপ।এর আগেও তিনি বিজেপি ও এবিভিপিকে সন্ত্রাসবাদী বলেছেন।

No comments