খোদ কলকাতায় করোনা ভাইরাসের রোগী, ভর্তি বেলেঘাটার আইভি হাসপাতালে
নজরবন্দি ব্যুরোঃ চীনের মত করোনা ভাইরাসের সংক্রামণ যাতে ভারতে না আসে তাঁর জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল সরকার। দেশের সমস্ত আন্তির্জাতিক বিমান বন্দরে জারি করা হয়েছিল সতর্কতা। কলকাতার বিমান বন্দর কর্তৃপক্ষ এই সংক্রমণের রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য বেলেঘাটার আইভি হসপিটালকে তৈরী রেখেছিল। তবুও শেষ রক্ষা হল না।
আজ চীন থেকে ফেরা এক নাগরিককে ভর্তি করা হল বেলেঘাটার আইভি হাসপাতালে। জর, সর্দি, কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, তাঁকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। বছর ২৮-এর ওই চীনা মহিলা ভ্রমণের উদ্দেশ্যেই ভারতে এসেছিলেন। এদেশে আসার আগে তিনি নামিবিয়া, মাদাগাস্কাও গিয়েছিলেন। ওই মহিলার রক্তের নমুনা ন্যাশানাল ইন্সটিউট অফ ভাইরোলজিকে পাঠানো হয়েছে বলে খবর।
আজ চীন থেকে ফেরা এক নাগরিককে ভর্তি করা হল বেলেঘাটার আইভি হাসপাতালে। জর, সর্দি, কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, তাঁকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। বছর ২৮-এর ওই চীনা মহিলা ভ্রমণের উদ্দেশ্যেই ভারতে এসেছিলেন। এদেশে আসার আগে তিনি নামিবিয়া, মাদাগাস্কাও গিয়েছিলেন। ওই মহিলার রক্তের নমুনা ন্যাশানাল ইন্সটিউট অফ ভাইরোলজিকে পাঠানো হয়েছে বলে খবর।

No comments