জিন্নার পথে হাঁটছে কেন্দ্র, সিএএ নিয়ে কেন্দ্রকে তোপ শশী থারুরের
নজরবন্দি ব্যুরোঃ সিএএ নিয়ে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে জয়পুর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে এসে কেন্দ্র সরকারকে জিন্নার সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। আর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।
সাম্প্রতিক সময় নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ‘দ্বি-জাতির প্রবক্তা জিন্না মনে করতেন পাকিস্তান শুধু মাত্র মুসলমানদের। আর আমাদের দেশের কেন্দ্র সরকারও চাইছে ভারতকে শুধু হিন্দুদের দেশ হিসাবে তৈরি করতে। আর কেন্দ্র সরকারও জিন্নার পথেই হাঁটছে।’
সংশোধিত নাগরিকত্ব আইন সংবিধানকে না মেনেই তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শশী থারুর। তিনি আরও বলেন ‘যদি নাগরিকত্ব সংশোধিত আইন এনপিআর ও এনআরসিকে নেতৃত্ব দেয়, বুঝতে হবে জিন্নার পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।’ তবে তাঁর এই বক্তব্যে আমল দিতে নারাজ বিজেপি।
সাম্প্রতিক সময় নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ‘দ্বি-জাতির প্রবক্তা জিন্না মনে করতেন পাকিস্তান শুধু মাত্র মুসলমানদের। আর আমাদের দেশের কেন্দ্র সরকারও চাইছে ভারতকে শুধু হিন্দুদের দেশ হিসাবে তৈরি করতে। আর কেন্দ্র সরকারও জিন্নার পথেই হাঁটছে।’

No comments