Header Ads

অবশেষে অভিনেত্রী সেজলের আত্মহত্যা নিয়ে মুখ খুললেন তাঁর মা

নজরবন্দি ব্যুরো : ২৪ শে জানুয়ারি মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন টেলিভিশনের নতুন অভিনেত্রী সেজল শর্মা। সেজল শর্মা মানসিকভাবে অসুস্থ ছিলেননা তবুও কেন তিনি আত্মহত্যা করলেন তা বুঝতে পারছেননা তাঁর পরিবারের সদস্যরা।
 তবে এতদিন পর তাঁর মা অবশেষে মুখ খুললেন। মেয়ে কেন এই ভাবে নিজের জীবন শেষ করলো তা নিয়ে তাঁর মা অবাক। 'দিল তো হ্যাপি হ্যায় জি ' তে অডিশন দিয়ে নিজের অভিনয়ে দক্ষতা প্রমান করে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান সেজল। যার জন্য তিনি খুব খুশি ছিলেন।
 নিজের অভিনয়ের দক্ষতার জননী এই ছবিতে প্রধান চরিত্রে সুযোগ পান তবেও কেন আত্মহত্যার পথ বেঁচে নিলেন সজল তা নিয়ে হতবাক তাঁর সহ অভিনেত্রী ডোনাল বিস্ট। সজলের মৃতদেহের পাশে পুলিশ উদ্ধার করে ভক্তি সুইসাইট নোট। তাতে তিনি লেখেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.