ইভিএম নিয়ে অমিত শাহের মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা দিলেন প্রশান্ত কিশোর
নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে বিধানসভার নির্বাচন আর সেই উপলক্ষ্যেই সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে ব্যস্ত। গত শনিবার এই রকমই এক প্রচার মঞ্চ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যদি বিজেপি কে ভোট দেন তাহলে দেশে শাহনবাগের মত ঘটনা ঘটবে না। তাই ৮ই ফেব্রুয়ারী যখন ইভিএম-এর বোতাম টিপবেন তখন যেন আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
এই মন্তব্যের পর দেশের রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়। আর অমিত শাহ-এর এই মন্তব্য নিয়ে এবার টুইটারে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের এই মুহুর্তের রাজনৈতীক কৌশলের অভিভাবক প্রশান্ত কিশোর ওরোফে পি কে। তিনি টুইটারে লেখেন ‘’ ৮ই ফেব্রুয়ারী দিল্লীতে সাধারণ মানুষ ইভিএম-এর বোতাম সবাই ভালোবেসেই টিপবেন, যাতে জোড়ের ধাক্কাটা হালকা ভাবে লাগে। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ যেন ব্যহত না হয়, তা নিশ্চিত করতে হবেতো। সুবিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব সবার কাম্য।
দিল্লীর নির্বাচনে বিজেপি এবং আম আদমি পার্টির লড়াই এবং তিক্ততা বেড়েই চলেছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না। কিন্তু পি কে এই টুইট রকম টুইট করেছেন কেন দিল্লীর নির্বাচন নিয়ে? এর প্রধান কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দেখভাল ও কৌশলের দায়িত্ব যেমন পি কে-এর ঠিক তেমনই দিল্লীর আম আদমি পার্টির জন্য ওই একই কাজ করে থাকেন পি কে। আর এই কারোণেই ভোট যুদ্ধে তিনি বিজেপির প্রতিদ্বন্দী।
এই মন্তব্যের পর দেশের রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়। আর অমিত শাহ-এর এই মন্তব্য নিয়ে এবার টুইটারে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের এই মুহুর্তের রাজনৈতীক কৌশলের অভিভাবক প্রশান্ত কিশোর ওরোফে পি কে। তিনি টুইটারে লেখেন ‘’ ৮ই ফেব্রুয়ারী দিল্লীতে সাধারণ মানুষ ইভিএম-এর বোতাম সবাই ভালোবেসেই টিপবেন, যাতে জোড়ের ধাক্কাটা হালকা ভাবে লাগে। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ যেন ব্যহত না হয়, তা নিশ্চিত করতে হবেতো। সুবিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব সবার কাম্য।

No comments