দিল্লি থেকে শাহিনবাগ তুলে দেওয়ার হুঁশিয়ারি অমিত শাহের
নজরবন্দি ব্যুরোঃ ‘বিজেপিকে ভোট দিন, ক্ষমতায় এলে দিল্লি থেকে শাহিনবাগ হটিয়ে দেব’ দিল্লির বাবারপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি ভোট প্রচারে এসে কংগ্রেস ও আপকে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। বিরোধীদেরকে এক যোগে আক্রমণ করে তিনি বলেন “আপনারা কি তাঁদের ভোটব্যাঙ্ক? যারা দেশকে ভাঙতে চাইছে, সেই টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করছেন কেজরিওয়াল ও রাহুল গান্ধীরা।”
তবে এদিন শাহিনবাগ নিয়ে তাঁর বেলাগাম মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরআগে একাধিকবার শাহিনবাগ নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অমিত। আবারও সেরকমই মন্তব্য করলেন রাজনৈতিক প্রচারের মঞ্চে।
প্রসঙ্গত উল্লেখ্য কড়া শীতকে উপেক্ষা করে শয়ে শয়ে নরনারী সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে জমায়েত হয়েছিলেন শাহিনবাগে। প্রায় মাস খানেক ধরে চলে এই বিক্ষোভ। এরমাঝে দিল্লি ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় শাহিনবাগ উঠে আসায় ক্ষোভ ফুঁসছেন কেন্দ্র বিরোধী দলগুলি।
তবে এদিন শাহিনবাগ নিয়ে তাঁর বেলাগাম মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরআগে একাধিকবার শাহিনবাগ নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অমিত। আবারও সেরকমই মন্তব্য করলেন রাজনৈতিক প্রচারের মঞ্চে।

No comments