এইবার ফুটবলারের ভূমিকায় দেব, মুক্তি পেল ছবির পোস্টার
নজরবন্দি ব্যুরো : ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে ছবি। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন দেব। এই ছবি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। যুবভারতীর ATK এর ম্যাচের আগে অভিনব ভাবে ছবির নাম প্রকাশ করেছিলেন দেব। ছবির নাম গোলন্দাজ। গত ২৬ শে জানুয়ারি SVF এর পক্ষ থেকে মুক্তি পেল গোলন্দাজের প্রথম মোশান পোস্টের। এই পোস্টের নিজের টুইটারে টুইট করে দেব লিখেছেন 'সব খেলার সেরা ফুটবল ভারতীয়দের খেলতে শেখালেন যিনি '।
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে উৎসর্গ করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শ্রীকান্ত আচার্য দেবের বাবার ভূমিকায়। দেখা যাবে ঈশা সাহা কে দেবের স্ত্রীর ভূমিকায়। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী যিনি ছিলেন শোভাবাজারের রানি কমলিনী। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বান ভট্টাচার্য কে। স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় দেখা মিলবে তাঁর। এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান ,ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী সেই সময় এই মানুষের হাত ধরে এতকিছু ঘটেছিল। তাঁর ভারতীয় ফুটবলে এতো অবদান-ই পরিচালক তুলে ধরেছেন এই ছবিতে। পরিচালকের কথায় এই ছবিটি বায়োপিক নয়। আবার ডকুমেন্টরিও নয়। সিনেমার সমস্ত শর্ত মেনেই এই ছবি তৈরী করেছি। তাঁর হাত ধরে কী কী হয়েছিল, কি ভাবে তিনি কী কী করেছিলেন।পরিচালকের কথায় তিনি একটা গল্প বলার চেষ্টা করেছেন।এই ছবির প্রস্তুতির আগে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার কাছে ফুটবল অনুশীন করেন দেব।
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে উৎসর্গ করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শ্রীকান্ত আচার্য দেবের বাবার ভূমিকায়। দেখা যাবে ঈশা সাহা কে দেবের স্ত্রীর ভূমিকায়। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী যিনি ছিলেন শোভাবাজারের রানি কমলিনী। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বান ভট্টাচার্য কে। স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় দেখা মিলবে তাঁর। এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।

No comments