ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিল বোর্ড
নজরবন্দি ব্যুরোঃ সামনের মাসেই শুরু হতে চলেছে দেশের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বোর্ড থেকে জানানো হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকেই এই পরীক্ষা শুরু হবে। এবারের এই পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য নয়া সুবিধার কথা উল্লেখ করেছে বোর্ড। বোর্ডের তরফে ঘোষণা করে বলা হয় এবছরের পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় বসতে পারবে।
তবে ক্যালকুলেটরটি অবশ্যই একেবারে সাধারণ হতে হবে। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন হলেই হবে না যদি তাদের নাম সরকারের চিল্ড্রেন উইথ স্পেশল নিডে রেজিস্টার করা থাকতে হবে। তবেই ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা।
যদি নাম তালিকায় না থাকে তবে ২৮শে জানুয়ারি মধ্যে রেজিস্টারের জন্য আবেদন করতে হবে। এই নির্দেশিকা বোর্ডের অধীন সমস্ত স্কুলেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগেও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবারের বোর্ডের এই নির্দেশিকার খবর পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা।
তবে ক্যালকুলেটরটি অবশ্যই একেবারে সাধারণ হতে হবে। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন হলেই হবে না যদি তাদের নাম সরকারের চিল্ড্রেন উইথ স্পেশল নিডে রেজিস্টার করা থাকতে হবে। তবেই ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা।

No comments