Header Ads

ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, মালিকানা বেচে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রে।

নজরবন্দি ব্যুরোঃ বিক্রি হতে চলেছে এয়ার ইন্ডিয়ার ১০০% মালিকানা। সম্পুর্ন ভাবে দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়া। কেন্দ্রের সিদ্ধান্ত, বেচে দেওয়া হবে ১০০% মালিকানা। কেন্দ্রের পক্ষ থেকে জারি হয়েছে আগ্রহপত্র, তাতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা বলা হয়েছে ১৭ মার্চ।
আবেদনপত্রে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া স্যাটস-এর ৫০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। এবং যারা এই বিমান সংস্থা কিনবে তাদের নিতে হবে এয়ার ইন্ডিয়ার ২৩ হাজার ২৮৩ কোটি টাকার দেনার দায়। কিন্তু এই মালিকানা দেশীয় কোন সংস্থার হাতেই দিতে চায় কেন্দ্র।
 ২০১৮ সালেও এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ মালিকানা বিক্রি করার আগ্রহপত্র প্রকাশ করেছিল কেন্দ্র। কিন্তু সেই সময় এই বিমান সংস্থা কেনার জন্য কোন কোম্পানি রাজি হয়নি। এয়ার ইন্ডিয়া বিক্রির উপরে সরকারে সর্ত ছিল ২৪ শাতংশ অংশীদারি সরকার নিজের হাতে রাখবে সাথে এই বিমান সংস্থা কেনার সঙ্গে নিতে হবে সংস্থার দেনার দায়। তাঁর ফলে কোন কোম্পানি রাজি হয়নি সেই সময়। ফলে কেন্দ্রের সরকারের বিলগ্নিকরণের পরিকল্পনা কার্যকর হয়নি। দীর্ঘ সময় ধরেই ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটিকে। কেন্দ্র সরকারে হস্থক্ষেপ ও অর্থ সাহাজ্যের পরেও কোন সুরাহা হয়নি। অবশেষে, রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটির ১০০% মালিকানাই বেচে দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্রের সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.