Header Ads

’২৯ জানুয়ারি আপনাদের শেষ যাত্রা‘, খুনের হুমকি চিঠি বৃন্দা, কুমারস্বামী, প্রকাশ রাজ, সহ ১৫ জনকে

নজরবন্দি ব্যুরোঃ ১৫জনকে উড়ো চিঠির মাধ্যমে দেওয়া হল খুনের হুমকি। সেই চিঠিতে নেই কারোর সাক্ষর। আগামী ২৯ জানুয়ারির দিন খুন হবেন তাঁরা কারণ তাঁরা বিশ্বাসঘতক এমন কথাই বলা হয়েছে ওই উড়ো চিঠিতে।
হুমকির তালিকায় নাম আছে, অভিনেতা প্রকাশ রাজ, সিপিএমের প্রবীণ নেত্রী বৃন্দা কারাট এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী সহ বজরঙ্গ দলের সাবেক নেতা মাহিন্দ্র কুমার, নিজগুণানন্দ স্বামী, নিদুমামিদি স্বামী, জয়প্রকাশ স্বামী, অভিনেতা চেতন কুমার, বিটি ললিতা নায়ক, মহেশ চন্দ্র গুরু, অধ্যাপক ভগবান, দীনেশ আমীন মট্টুর প্রাক্তন মিডিয়া উপদেষ্টা চন্দ্রশেখর পাটিল, সাংবাদিক অগ্নি শ্রীধর, এবং লিঙ্গায়েত নেতা নাগার্জুনানন্দা স্বামী।
সেই উড়ো চিঠিতে বলা হয়েছে, আপনারা যারা নিজের ধর্মের সাথে বিশ্বাস ঘাতকতা করছেন, তাঁরা সকলেই প্রস্তুত থাকুন জীবনের শেষ যাত্রার জন্য। ২০২০ সালের ২৯ জানুয়ারিই হবে তাঁদের জীবনের শেষদিন, ওই দিনই তাঁদের খুন হতে হবে কারণ তাঁরা সকলেই বিশ্বাসঘাতক। তবে এই হুমকিকে ভয় পাচ্ছেন না কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তিনি বলেছেন এই ভুয়ো হুমকি আমাকে ভয় দেখাতে পারবে না, এই ধরণের হুমকির কারণে আমি চুপ থাকব না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.