Header Ads

তিন তালাক, ৩৭০ ও সিএএ-এর পর বিজেপির নতুন ইস্যু কি? জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ একাধিক ইস্যুকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গড়ে বিজেপি। প্রথমেই লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার পাকিস্তানে সারজিক্যাল স্টাইক করে মানুষের মন জয় করতে থাকে। ক্ষমতায় আসার পরপরই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করেছিল কেন্দ্রের বিজেপি সরকার।

এই সরকারের আমোলেই বহু বিতর্কিত অযোধ্যার মাটিতে রামমন্দির তৈরির ঘোষণাও করে শীর্ষ আদালত। এরপর আবার দেশ জুড়ে সিএএ ও এনআরসি কার্যকর করতে চলেছে কেন্দ্র। তিন তালাকও তুলে দেওয়া হয়। এই বিষয় গুলিকেই ইস্যু করেই এগোতে চাইছে বিজেপি।
তবে এগুলোর পাশাপাশি আগামী দিনে বিজেপি সরকার একটি নতুন ইস্যু আনতে চলেছে সূত্রের খবর। গত বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বলেছিলেন। ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি’ কি বিজেপির সামনের একটি ইস্যু হতে চলেছে! সে দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.