Header Ads

দেশ জুড়ে হ্রাস পেল সোনার দাম।

নজরবন্দি ব্যুরো: শেষ দেশজুড়ে হ্রাস পেল সোনার দাম। গ্রাম প্রতি আরো সস্তা হল সোনা।২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩,৮৩৯ টাকা( ১৯ টাকা কমেছে), ৮ গ্রামের দাম ৩০,৭১২ টাকা (152 টাকা কমেছে), ১০ গ্রামের দাম ৩৮,৩৯০টাকা (১৯০ টাকা কমেছে),১০০ গ্রামের দাম ৩,৮৩,৯০০ টাকা(১৯০০ টাকা কমেছে)। দেশজুড়ে সোনার দাম কমাতে খুশি সবাই খুশি মধ্যবিত্তও। ডলারের তুলনায় টাকার দাম বাড়ায় মঙ্গলবার এক ধাপে অনেকটা দাম কমলো সোনার।
শুধু তাই নয় রুপোর দাম কমেছে ১কিলোগ্রাম রুপোর দাম কমেছে ৬৫৭ টাকা। ভারত হলো সবচেয়ে বড় ইম্পোর্টার। চলতি আর্থিক বছরে এপ্রিল-ডিসেম্বর মাসের সোনার ইমপোর্টে ভ্যালু ৬.৭৭ শতাংশ কমে ২৩ কোটি বিলিয়ন ডলার হয়েছে।২০১৮-১৯ সালে এই ত্রৈমাসিকে সোনার ইমপোর্ট ২৪.৭৩ বিলিয়ন ডলার ছিল। চলতি আর্থিক বছরের জুলাই থেকে সোনার দাম পড়ে গিয়েছে। মূলত গয়নার ব্যবসার কারণে সোনা ইমপোর্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.