তিহার জেলের বিরুদ্ধে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করার অভিযোগ আনল মুকেশ সিং।
নজরবন্দি ব্যুরোঃ তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনলো নির্ভয়া ধর্ষন কাণ্ডের অভিযুক্ত মুকেশ সিং। মুকেশের দাবি, জেলে তাঁর উপরে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা প্রানভিক্ষার আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে, রাষ্ট্রপতির রায় কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় অভিযুক্ত মুকেশ।
ওই মামলার শুনানি ছিল আজ। মামলা চলা কালিন আদালতের সামনে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ আনেন মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ। আইনজীবী দাবি, ধর্ষণের সাজা হিসেবেই যদি ফাঁসির রায় দেওয়া হয় আমার মক্কেলকে, তাহলে তাকেও তো ধর্ষিত হতে হয়েছে, শারীরিক নির্যাতন চলে চার দোষীর উপরেই।
তিহাড় জেল কর্তৃপক্ষ দিনের পর দিন অমানবিক অত্যাচার করেছে মুকেশকে। অক্ষয় ঠাকুরের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে তাকে বাধ্যও করা হয়েছে তাঁকে। এই অভিযোগের তীব্র বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন এটি ভুয়ো অভিযোগ, এই অভিযোগ ক্ষমার অযোগ্য। আসামি পক্ষের এই রকম অভিযোগ শুনে অন্যান্যদের দাবী ফাঁসির থেকে বাঁচার জন্য নানা রকম ফন্দী আটছে আসামি পক্ষ। হাজার চেষ্টার পরেও ফাঁসি মুকুব না হওয়ায় এই অভিযোগ এনেছেন তাঁরা। এর আগেও অভিযুক্তদের আইনজীবী জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ১ ফেব্রুয়ারী ভোর ৬ টায় ফাঁসির দিন ঠিক হওয়ার পর থেকেই মুখে কুলু বেধেছে ধর্ষকরা। তাঁরা তাঁদের শেষ ইচ্ছাও জানায়নি।
ওই মামলার শুনানি ছিল আজ। মামলা চলা কালিন আদালতের সামনে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ আনেন মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ। আইনজীবী দাবি, ধর্ষণের সাজা হিসেবেই যদি ফাঁসির রায় দেওয়া হয় আমার মক্কেলকে, তাহলে তাকেও তো ধর্ষিত হতে হয়েছে, শারীরিক নির্যাতন চলে চার দোষীর উপরেই।

No comments