Header Ads

আবারও মেজাজ হারালেন সালমান, ছুড়ে ফেললেন ভক্তের সেলফোন

নজরবন্দি ব্যুরো : বলিউডের ভাইজান যে খুবই রাগি তা আমরা অনেকেই জানি।নিজের ফ্যানেদের সাথে বাজে ব্যবহার করা ভাইজানের কাছে নতুন কিছু নয়। নিজের প্রিয় সুপারস্টার কে সামনে থেকে দেখে কোন ভক্তই নিজের আবেগ ধরে রাখতে পারে না।

 এমনই এক ঘটনা ঘটালেন ভাইজানের এক ভক্ত। সালমান খান বিমানবন্দর থেকে বেড়তেই তাঁর এক ভক্ত দৌড়ে গিয়ে ছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞাসা করে সেলফি তোলাতে রেগে যান ভাইজান। শুধু রেগে গিয়েই শান্ত হননি তিনি। ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। রাধে ছবির শুটিং এর জন্য গোয়া গিয়েছিলেন সালমান। গোয়ার বিমানবন্দরে ঘটে এই ঘটনা।
একজনের ক্যামেরায় ধরা পড়েছে এই পুরো ঘটনা। সোশ্যাল মিডিয়াতে পুরো ভিডিও ভাইরাল হওয়ার পরই ফ্যানেদের দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন সালমান একদম ঠিক কাজ করেছেন। ওনাদের ও ব্যাক্তিগত জীবন আছে। কাউর অনুমতি না নিয়ে ছবি তোলা উচিত না। আবার অনেকে বলেছেন সালমানের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলাটা একটু বাড়াবাড়ি।ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B725WQcnwfI/?utm_source=ig_embed

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.