Header Ads

আবারও এক শিশুকে নিজের হাতে খুন করলেন মা।

নজরবন্দি ব্যুরো: দুদিন আগে কলকাতায় দু মাসের শিশু কন্যাকে নিজের হাতে খুন করলেন মা, ফের একই ঘটনা সামনে এলো পাঞ্জাবে। নিজের প্রেমের সম্মান রাখতে বক্স খাটের নিজের আড়াই বছরের পুত্রকে মুখে দস্তানা দিয়ে ঢুকিয়ে দিলেন মা। শিশুটির বাবা বাড়ি ফিরে নিজের ছেলে ও বউকে দেখতে না পেয়ে গিয়েছিলেন স্ত্রী বাপের বাড়ী গেছে ছেলেকে নিয়ে। থেকে বারবার ফোন করতেই ভুল ভাঙ্গে তাঁর। শিশুটির পিতা একজন বিদ্যুৎ কর্মী। পাঞ্জাবের চন্ডিগড় এর কাছে বুরেল গ্রামে এই ঘটনাটি ঘটে।

 বক্স খাটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন তিনি। এবং সঙ্গে সঙ্গে ছেলেকে বের করতে উদ্যত । কিন্তু ততক্ষণে সবশেষ, বক্স খাট খুলে দেখতে পান শিশুটির নিথর দেহ। এরপর তিনি পুলিশকে খবর দেন স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সাথে পালিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন স্বামী। কিন্তু এখনো পর্যন্ত ওই মহিলা ও প্রেমি কের কোন খোঁজ পাওয়া যায়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.