মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কি বললেন নোবেলজয়ী অভিজিৎ বাবু?
নজরবন্দি ব্যুরোঃ নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের পর তাঁর মাকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। আলাপ আলোচনার পর তিনি জানান পশ্চিমবঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। কাজ করতে চাইলে কেউ বাধা দেবে না।
এই প্রথম নবান্নে পা রাখেন দেশের গর্বের অর্থনীতিবিদ অভিজিৎ বাবু। নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁকে অভ্যর্থনা জানান। এদিন অভিজিৎ বাবু আরও বলেন “রাজ্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করব।’’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যে নিয়ে তাঁর একধিক ভাবনা রয়েছে।
এই প্রথম নবান্নে পা রাখেন দেশের গর্বের অর্থনীতিবিদ অভিজিৎ বাবু। নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁকে অভ্যর্থনা জানান। এদিন অভিজিৎ বাবু আরও বলেন “রাজ্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করব।’’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যে নিয়ে তাঁর একধিক ভাবনা রয়েছে।

No comments