কেকেআরে ৮০ লক্ষ টাকার জালিয়াতি।
নজরবন্দি ব্যুরোঃ কেকেআরে ৮০ লক্ষ টাকা জালিয়াতির ঘটনা। এ পি সিং টানা ৭ বছর তিনি জালিয়াতি করেছেন। তিনি কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের এক কর্মচারী ছিলেন। কেকেআরের তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ সিং বিভিন্ন কেকেআরের ক্রীড়াসরঞ্জাম নিয়ে আসার কাজ করতেন। ভুয়ো বেশি অংকের বিল বানিয়ে জালিয়াতি করতেন ওই ব্যাক্তি।
ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে বড় মাপের কমিশন বাবদ অর্থ উপার্জনই লক্ষ্য ছিল তাঁর। যে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ভূয়ো বিল বানাতে রাজি হতেন না তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করে দিতেন এ সিং। এই বিষয়ে ককলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেকেআরে কর্মরত ছিল। তার বিরুদ্ধে জালিয়াতি করার জন্য মামলা দায়ের করা হছে।

No comments