Header Ads

২ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন রাজ্যের। কারা পাচ্ছেন সুযোগ?

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেমে রয়েছে অনেক দিন যাবত। একের পর এক দুর্নীতি আর মামলার জেরে থমকে রয়েছে হবু শিক্ষকদের ভবিষ্যৎ। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্য সরকার কিন্তু পরিক্ষার দিনক্ষণ কিছুই জানা যায়নি এখন। এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন থেকেই জাচ্ছে - কবে পরীক্ষা নেওয়া হবে? কত শূন্যপদে নিয়োগ হবে?
এর কোনটারি সঠিক তথ্য এখন পর্যন্ত সরকার দেয়নি।
করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করল চীন! পাওয়া যাবে একমাসের মধ্যেই। #Exclusive
 অন্যদিকে স্কুলে কম্পিউটার শেখাতে চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য৷ সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য চুক্তির ভিত্তিতে অন্ততপক্ষে ২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই বিষয়ের উপর বিচার বিবেচনা করার শিক্ষা দপ্তর নির্দিষ্ট করবে যে কীভাবে ওই পদে শিক্ষক নিয়োগ করা হবে এবং তাদের বেতন কত হবে।
এছাড়াও যে প্রশ্ন রয়েই যাচ্ছে এই বিষয়ে তা হল - এই দুহাজার কম্পিউটার শিক্ষক বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ করা হবে, নাকি রাজ্য সরকারের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই সমস্ত প্রশ্ন নিয়ে চরম জল্পনার মধ্যেই রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সাথে অনিশ্চয়তার মধ্যে রয়েছে হবু শিক্ষকদের ভবিষ্যৎ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.