আবার রুপালি পর্দায় ফিরছেন দেবশ্রী
নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক জীবনে বেশ কই একবার বিতর্কের মুখে পরতে হয়েছে অভিনেত্রী ও বিধায়ক দেবশ্রী রায় কে। তাঁর নামে উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগও। তৃণমূলের টিকিতে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করারা পর গেরুয়া শিবিরের সাথে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে। এহেন দেবশ্রী রায় আবার ফিরছেন তাঁর পুরনো জায়গাই। হাঁ আবার বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন এক সময়ের বাংলা ছবির ১নম্বার নায়িকা।
ছবির নাম ‘তুমি কি সেই’। পরিচালনা করছেন অনুপ সেনগুপ্ত। এই ছবি নিয়ে অভিনেত্রী বলেছেন ভালো কোন চরিত্র পাচ্ছিলেন না বলে অভিনয় করছিলেন না তিনি। এই ছবির চরিত্র টি তাঁর খুব ভালো লেগেছে এমন কি এই ছবির নাম টাও তিনিই দিয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত কে। রহস্যে মরা দুজন অসমবয়সী মানুষের প্রেমের গল্প বলবে এই ছবি। মার্চ থেকে শুরু ছবির শুটিং। রামুজি ফিল্মসিটি ও ঝাড়খণ্ডে শুটিং হবার কথা। এবার দেখা যাক এতদিন পর আবার পর্দায় ফিরে আবার কতটা মঞ্জয় করতে পারেন এই অভিনেত্রী।
ছবির নাম ‘তুমি কি সেই’। পরিচালনা করছেন অনুপ সেনগুপ্ত। এই ছবি নিয়ে অভিনেত্রী বলেছেন ভালো কোন চরিত্র পাচ্ছিলেন না বলে অভিনয় করছিলেন না তিনি। এই ছবির চরিত্র টি তাঁর খুব ভালো লেগেছে এমন কি এই ছবির নাম টাও তিনিই দিয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত কে। রহস্যে মরা দুজন অসমবয়সী মানুষের প্রেমের গল্প বলবে এই ছবি। মার্চ থেকে শুরু ছবির শুটিং। রামুজি ফিল্মসিটি ও ঝাড়খণ্ডে শুটিং হবার কথা। এবার দেখা যাক এতদিন পর আবার পর্দায় ফিরে আবার কতটা মঞ্জয় করতে পারেন এই অভিনেত্রী।

No comments