Header Ads

বন্ধ হচ্ছে LIC-র বহু প্ল্যান; সমস্যার মুখে বহু গ্রাহক।

নজরবন্দি ব্যুরো: বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে হতে চলেছে এল আই সির গ্রাহকরা, দেশের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ করতে চলেছে চলতি জনপ্রিয় ২৩ টি পলিসি। আইআরডিএর গাইডলাইন অনুযায়ী পুরনো প্ল্যান বন্ধ করে নতুনভাবে এগুলো আবার লঞ্চ করার কথা ভাবছে এলআইসিআই কম্পানি।
১ লা ফেব্রুয়ারি থেকে নতুন ভাবে আসছে এই প্লেন গুলো তাই ৩১ শে জানুয়ারির আগে সমস্থ গ্রাহকদের ইনভেস্ট করতে বলছে এলআইসির এজেন্টরা। এই নতুন প্ল্যান গুলো গ্রাহকদের উপর আরো বোঝা বাড়াতে পারে মনে করা হচ্ছে। এলআইসি কম্পানি আগেও জানিয়েছিলেন ২৪ টি ব্যক্তিগত বীমা প্রকল্প বন্ধ হয়ে যাবে যার মধ্যে ৮টি গ্রুপ ইন্সুরেন্স প্রকল্প এবং ৭ থেকে ৮টি রাইডার প্ল্যান।
চলতি মাসে এলআইসিআই যে পেইজটি প্ল্যান বন্ধ করছে তার মধ্যে নিউ জীবন আনন্দ, জীবন লক্ষ, জীবন উমংয়ের মতো জনপ্রিয় প্ল্যান আছে এছাড়া চিলড্রেনস মানিব্যাগ প্ল্যান, আনমোল জীবন,বঙ্গলক্ষী, আধার পিলার, শিলা, এলআইসি মাইক্রো সেভিংস সহ আরও পলিসি বন্ধ হওয়ার ফলে গ্রাহকদের জন্য রিটার্ন অনেকটাই কমে যাবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.