Header Ads

পাচারকারীর থেকে অবৈধ অস্ত্র নিচ্ছেন বিজেপি নেতা, ঘটনায় চাঞ্চল্য

নজরবন্দি ব্যুরোঃ রাতের অন্ধকারে বিজেপির মণ্ডল সভাপতিকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক অস্ত্রের চরাকারবারি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। ওই অস্ত্র পাচারকারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছে ধৃত অস্ত্রকারবারি সন্দীপ রায় ওরফে সাবু। সাবু জলপাইগুড়ির একজন কুখ্যাত অস্ত্র পাচারকারী বলে জানিয়েছে পুলিশ। এর আগে একাধিক থানায় সাবুর বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে।
 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না মদ্যপ অবস্থায় কয়েকজন যুবকের সঙ্গে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অপরিচিত যুবকদের দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর স্থানীয়রা বাইক আটকানোর চেষ্টা করলে বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবকরা। কিন্তু বাইকে পিকআপ তুলতেই বাইকটি উল্টে পড়ে রাস্তার উপর। রাস্তার উপর আছড়ে পড়ে বাইক আরোহীরা। এদের মধ্যে দুজন ছুটে পালিয়ে যায়ত।
কিন্তু অস্ত্র পাচারকারী সাবুকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। ততক্ষণে রাস্তায় পড়ে মাথায় চোট পায় বিজেপির মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না। তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে কুখ্যাত অস্ত্র পাচারকারী সাবুকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করতে থাকেন বাসিন্দারা।
পরে খবর পেয়ে পুলিশ এসে সাবুকে মারমুখি জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি। বাইকটি আটক করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাশাপাশি জলপাইগুড়ির পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি অস্বীকার করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.