Header Ads

প্রজাতন্ত্র দিবসেই উপত্যকায় জঙ্গি হামলার আতঙ্ক, সতর্ক প্রশাসন

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে হামলার ছক কষছে জঙ্গিরা। প্রজাতন্ত্র দিবসের দিনই হতে পারে এই হামলা। শুধু কাশ্মীর নয় জম্মুতেও হতে পারে জঙ্গি হামলা। গোয়েন্দাদের খবর অনুযায়ী লস্কর-ই-তৈবা জঙ্গি জাহিদ নাজির ভাট সহ চার জঙ্গি এই মুহুর্তে কাশ্মীরে আছে।
গোপন সূত্রের খবর, ফিঁদায়ে হামলার ছক কষেছে জঙ্গিরা। এবং এই হামলার জন্য শ্রীনগরে জঈশ কমান্ডার ইদ্রিশ সহ এক বহিরাগত জঙ্গি ঘাটি গেড়েছে। তাঁদের পরিকল্পনার মধ্যে আছে শ্রীনগরের বিভিন্ন সেনা ক্যাম্প ও নিরাপত্তারক্ষীদের উপর। এই খবর পাওয়ার পরই নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যপার কঠর হাতে পরিচালনা করছেন প্রশাসন।
যেহেতু এই হামলা প্রজাতন্ত্র দিবিসের প্রাকাল্যে করার পরিকল্পনা রয়েছে তাই সেনা এবং পুলিশ মিলে এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন। এছারাও গোয়েন্দা সূত্রে খবর , আরও বেশ কিছু জঙ্গি সীমান্তের অপারে ভারতের মাটিতে ঢোকার অপেক্ষায়। ফলে, প্রজাতন্ত্র দিবসের আগেই কাশ্মীর প্রশাসন কে বেশ উদ্বেগেই রেখেছে জঙ্গিরা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.