Header Ads

নতুন বছরে জিও আনলো নতুন অ্যাপ ,জানতে হলে পড়ুন

নজরবন্দি ব্যুরো :এইবার মাই জিও অ্যাপ থেকে করা যাবে পেমেন্ট পরিষেবা। অনেক দিন ধরেই পরিকল্পনায় ছিলেন রিল্যায়ান্স জিও অবশেষে বাস্তবায়িত করতে চলেছে তারা। এতো দিন শুধু মাত্র হোয়াটসঅ্যাপের মধ্যে এই পেমেন্ট পরিষেবা সীমাবদ্ধ ছিল এখন সেই পেমেন্ট পরিষেবা মাই জিও অ্যাপে ও করা সম্ভব। মাই জিও অ্যাপ থেকে এখন গ্রাহকরা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস পরিষেবার দ্বারা টাকা যেন দেন করা সম্ভব হবে।

 কিন্তু প্রথমে এই সেবা কিছু নির্দিষ্ট গ্রাহকদের জন্য চালু হচ্ছে। যে সমস্ত গ্রাহকরা ইউপিআইয়ের সুবিধা পাবে তাদের কে আলাদা করে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস পাঠিয়ে দেবে কম্পানী। ইউপিআই এর দ্বারা টাকা জমা দিতে পারবেন যদি মাই জিও অ্যাপে জিওসাভন,জিওসিনেমা পেতে চান। যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করতে পারবে তাকে নামের তালিকা দ্রুত সামনে আনতে চলেছে জিও।
 ইতিমধ্যে জিও র কথাবার্তা চলছে অ্যাক্সিস ব্যাঙ্ক ,আইসিআইসিআই ও এসবিআই এর সাথে। সব কিছু ঠিক হলে জিও ব্যাঙ্কগুলির মাধ্যমে লেনদেন চলবে। ইউপিয়াই এমন একটি ডিজিটাল লেনদেন যার দ্বারা দ্রুত স্মার্টফোন মারফত দুটি ব্যাক্তি একে ওপরের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। এখন রিলায়েন্স জিয়ো গ্রাহক সংখ্যা ও উচুতে। আর যদি এই জিও অ্যাপ তাদের সাথে যুক্ত হয় তাহলে গ্রাহকরা টাকা লেনদেনের সুবিধা পাবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.