Header Ads

যতই বিরোধিতা হোক সংশোধিত নাগরিকত্ব আইন হবেই, হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ যার যত বিরোধ করার করুন করতে থাকুন সংশোধিত নাগরিকত্ব আইন ফিরিয়ে নেয়া হবে না। যখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে যখন প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত তখন আবার হুঙ্কার ছাড়লেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ লক্ষ্ণৌর এক সভা থেকে পরিষ্কার এই কথা জানালেন তিনি। শাহ বলেন “যত প্রতিবাদই হোক, সিএএ প্রত্যাহার করা হবে না থাকবেই”। তিনি আরও বলেন এখানে এবং এখন আমি স্পষ্ট করে বলতে চাই, এই আইন (সিএএ) প্রত্যাহার করা হবে না।
 যে যত প্রতিবাদই করুন আমরা বিরোধীদের ভয় পাই না। সিএএ থাকবেই। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ''বিরোধীরা বুঝতে পারছেন না কারণ তাঁদের চোখে ভোট রাজনীতির চশমা পরা আছে। প্রতিদিন কংগ্রেস, তৃণমূল, এসপি, বিএসবি মিথ্যে কথা বলছে। মানুষকে বিভ্রান্ত করছে। আমি আপনাদের নিশ্চিন্ত করছি, এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এই আইন সে জন্য তৈরি হয়নি। এটা উদ্বাস্তু মানুষকে সম্মান দেবে। কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উদ্দেশে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “মনমোহন সিংহ, মৌনী বাবার জমানায় আলিয়া, মালিয়া, জামালিয়ারা পাকিস্তান থেকে এসে বোমা বিস্ফোরণ করে যেত। কিন্তু ওঁরা একটা কথাও বলতেন না’।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.