রুবি মোড়ে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি ঝুপড়ি
নজরবন্দি ব্যুরোঃ গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাইপাসের ধারে রুবি মোড়ের কাছে। পরে খবর পেয়ে দমকল ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। রাতের এই আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর এদিন গভীর রাতে হটাতই একটি ঝুপড়ি থেকে আগুন বেরোতে থাকে। এরপর ঝুপড়ির বাসিন্দাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর ঝুপড়ি থেকে লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের ঝুপড়িগুলিতে। বাসিন্দারা সাময়িক ভাবে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় দশটি ঝুপড়ি। তবে ঠিক কি কারনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল দেরিতে আসায় আগুন আয়ত্তের বাইরে বেরিয়ে যায় বলে বাসিন্দাদের অভিযোগ। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। আগুন লাগার ফলে মাথার ছাদ হারিয়ে আতান্তরে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর এদিন গভীর রাতে হটাতই একটি ঝুপড়ি থেকে আগুন বেরোতে থাকে। এরপর ঝুপড়ির বাসিন্দাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর ঝুপড়ি থেকে লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের ঝুপড়িগুলিতে। বাসিন্দারা সাময়িক ভাবে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
কোন মন্তব্য নেই