Header Ads

নতুন কোচের নাম জানিয়ে দিল লাল-হলুদ

নজরবন্দি ব্যুরোঃ জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল ঘোষণা করলো তাদের নতুন কোচের নাম। তবে আবারো স্প্যানিশ কোচেই আস্থা রাখল লাল-হলুদ। এবার জিনি দায়িত্ব পেলেন তাঁর নাম মারিও রিভেরা। তিনি তাঁর পূর্বসূরি আলেয়ান্দ্রোর বদলি হিসেবে কোচ হলেন। বৃহস্পতিবার লাল-হলুদ ক্লাবের তরফে এই ঘোষণা করা হল। আই লিগের ডার্বিতে হেরে যাওয়ার পর হঠাত্ইহ পদত্যাগ করেছিলেন আলেসান্দ্রো। তার পরই কোচের সন্ধান শুরু হয়। অনেক নাম ভেসে ওঠে সম্ভাব্য কোচের তালিকায়। এমন কে দেশীয় কাওকে দায়িত্ব দেওয়া যাই কিনা সে ব্যাপারেও কথা চলে ক্লাব কর্তাদের মধ্যে। কিন্তু সবাইকে পেছনে ফেলে কচ হলেন মারিও রিভেরা।
রবিবার ডার্বি হারের পরেই সব দায়িত্ব নিয়ে অবশেষে সরে দাঁড়ান স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। ডার্বি নিয়ে টানা তিনটে ম্যাচ হারতে হয়েছে। লিগ তালিকায় আপাতত সাত নম্বরেও নেমে গিয়েছে ক্লাব। এই অবস্থাই তাঁর পদ থেকে সরে যাওয়া ছাড়া উপাইছিল না। কিন্তু কে এই মারিও? ইনি একসময়ে লাল-হলুদের প্রাক্তন কোচ আলেয়ান্দ্রোর সহকারি ছিলেন। এ দিন সকালেই তাঁর নাম কোচ হিসেবে ঘোষণা করা হয়। চুক্তিপত্রে সইও করে দিয়েছেন মারিয়ো। এ বার ভারতে আসার পালা। তবে মারিয়োর আসার জন্য অপেক্ষা করতে হবে। তাঁর আসতে আসতে ফেব্রুয়ারি। বৃহস্পতিবারই তিনি ভিসার জন্য আবেদন করবেন। তা পেতে পেতে কিছুদিন লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.