Header Ads

অবশেষে অন্তঃসত্ত্বা শুভশ্রী

নজরবন্দি ব্যুরো :রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'পরিণীতা' সাফল্যের পর মুক্তি পেতে চলেছে তাঁর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'। ইতিমধ্যে ছবির ট্রেলার আর একটি গান মুক্তি পেয়েছে।ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'তুমি যদি চাও' গানটি ইতিমধ্যে দর্শকদের মন কেড়েছে। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম মুন্নি।
 গানটিতে ধরা পড়লো মুন্নি বিয়ে, মালা বদল ,সাত পাকে বাঁধা, ফুলশয্যা। স্বামীর প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিলেন মুন্নি। মিষ্টি রসায়নের মধ্যে দিয়ে কাটছে বিয়ের পরে তাদের বিবাহিত জীবন। গানে আরো দেখা গেলো বিয়ের পর নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মুন্নি তাঁর অটোচালক স্বামী কে দেয়। বাবা হওয়ার খুশিতে তাঁর স্বামীও তাঁকে যত্নে রাখে। স্ত্রী কে নিয়ম করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাঁর অন্যান্য সব দেখভালই করে তাঁর স্বামী। মুন্নি চরিত্রে শুভশ্রী কে দেখা গেছে গ্রাম্যবধূর বেশে যার কাছে জীবন মানেই সংসার আর স্বামী। ধর্মযুদ্ধের তুমি যদি চাও পুরো গানটিতে দেখা গেলে মুন্নি ও তাঁর স্বামীর ভালোবাসার মুহূর্ত। শুভশ্রীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি মৌলিক। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, পর্নো মিত্র, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ই মার্চ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.