দেশের প্রধান সমস্যা কি, মুসলিম জনসংখ্যা না বেকারত্ব? প্রশ্ন ছুড়লেন ওয়াইসি
নজরবন্দি ব্যুরোঃ এআইএমআইএম-এর প্রধান আসাউদ্দিন ওয়াইসির প্রশ্ন, দেশের আসল সমস্যা কি? প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের দুই সন্তান নীতি চালু করতে উদ্যোগী। মোহন ভাগবতের মতে দেশের সমস্যার মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি। তার এই নীতিকে উপেক্ষা করে তেলেঙ্গানার নিজামাবাদে একটি জনসভায় ওয়াইসির বক্তব্য, দেশের আসল সমস্যা জনসংখ্যা বৃদ্ধি নয়। জনসংখ্যা বৃদ্ধিকে দেশের বাস্তবিক সমস্যার নাম দেওয়া উচিৎ নয়। আমার দুটির বেশি সন্তান আছে, আমার মত বিজেপির অনেক নেতারও সুটির বেসি সন্তান আছে। RSS – কে বলতে শোনা যায়, মুসলিমরাই জনসংখ্যা বৃদ্ধি কড়ছে। তবে আমার মতে জনসংখ্যা নয়, এই দেশের প্রধান সমস্যা হল বেকারত্ব। প্রতি বছর এই দেশে বেকারত্বের জন্য বহু মানুষ আত্মহত্যা করেন। কাজ চলে যাওয়াও অনেকের মৃত্যুর কারণ। সরকার পাঁচ বছরে চাকরির ব্যবস্থা করে দিতে পারেনি দেশবাসীকে । তাই জনসংখ্যা বৃদ্ধিকেই দেশের মূল সমস্যা বলে দুই সন্তান নীতি'কে কার্যকর করার চেষ্টা চালাছে বিজেপি সুরকার।

No comments