সিটি সেন্টারে পার্লারের নামে চলত দেহব্যবসা। ধৃত ১১ জন মহিলা
নজরবন্দি ব্যুরোঃ পার্লারের আড়ালে চলতো দেহ ব্যবসা। ঘটনাটি দুর্গাপুরের সিটি সেন্টারের মত ব্যস্ততম এলাকার। ধৃত ১১ জন মহিলা এবং ১ জন পুরুষ। পুলিশের কাছে অনেক দিন ধরেই এই পার্লারে দেহ ব্যবসার অভিযোগ আসছিল। শনিবার সন্ধ্যায় হঠাৎ পুলিশ অভিযান চালায় ওই পার্লারে। এবং ১১ জন মহিলা সহ ১ জন পুরুষ কর্মী কে গ্রেফতার করে পুলিশ। কর্মীদের পার্লারের মধ্যে বহুক্ষণ জিজ্ঞেসাবাদ করে পুলিশ এবং জানার চেষ্টা করেন এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত আছে।
গোয়েন্দা বিভাগের এসিপি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই অভিযানের নেতৃত্বে ছিলেন। পুলিশি তল্লাশি চলার পরে পার্লার বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই পার্লারে বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে এসে এই ব্যবসা চালানো হত। এমনকি নাবালিকাদেরও বল পূর্বক নিয়ে এসে দেহব্যবসায় লিপ্ত করা হত।
গোয়েন্দা বিভাগের এসিপি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই অভিযানের নেতৃত্বে ছিলেন। পুলিশি তল্লাশি চলার পরে পার্লার বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই পার্লারে বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে এসে এই ব্যবসা চালানো হত। এমনকি নাবালিকাদেরও বল পূর্বক নিয়ে এসে দেহব্যবসায় লিপ্ত করা হত।

No comments