কে জিতবে ডার্বি? ভবিষৎবাণী করলেন সোনি নর্ডি।
নজরবন্দি ব্যুরোঃ রবিবারের ডার্বি নিয়ে মেতে উঠেছে দুই দলের সমর্থকরা। ক্লাব মেম্বার, ক্লাব কর্তা থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রাও এই ম্যাচ নিয়ে ভবিষৎবাণী করতে পারছেন না। বেশির ভাগই বিশেষজ্ঞ-ই বলছেন ডার্বি ম্যাচ নিয়ে ভবিষৎবাণী করাটা আগে থেকে ঠিক নয়। যেখানে দুই দল একে অপরের প্রতি সমিহ দেখাচ্ছেন, সেখানে এই প্রশ্ন উঠছেই। কিন্তু, ডার্বির ফলাফল নিয়ে পুরো অন্য কথা বললেন। ডার্বির একাধিক ম্যাচের কান্ডারি মোহনবাগানের ঘড়ের ছেলে সোনি নর্ডি। এখোন তিনি আর মোহনবাগানে নেই। এখন তিনি খেলেন সুদূর মালয়েশিয়ার ক্লাবে। কিন্তু, কলকাতা থেকে অনেক দূরে বসেও ডার্বির  উত্তাপ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল, কে জিতবে ডার্বি? এই প্রশ্ন শুনে পেনাল্টি বক্স থেক সপাতে গোল করার মত সপাটেই উত্তর দিলেন তিনি। কোন রাগঢাক না করেই জানালেন ডার্বি জিতবে মোহনবাগান এবং স্কোর হবে ১-০। সোনির ভবিষৎবাণীতে মোহনবাগান সমর্থকদের বুক হয়ত ৫৬ ইঞ্চি দেখাবে। কিন্তু ফলাফল কি হবে সেটা বলবে সময়। তবে যে দলই ডার্বি জিতুকনা কেন, জয়ি এবং বিজিত ক্লাবের সদস্য সমর্থক থেকে খেলোয়াড় ও ক্লাব কর্তাদের শরীরের ভাষা পালটে যায়। যে দল হারেন তাদের অসহায় দেখায় আর  যারা জেতেন তাদের শরীরের ভাষা দেখে মনে হয় বড় কোন যুদ্ধ জয় করে ফিরলেন। তাই এই কথা বলাই যায় এই দুই চির প্রতিদ্বন্দ্বী ঐতিহাসিক ক্লাব যুগলের প্রতিটি ম্যাচ-ই উপভগ্য হয়ে ওঠেন।  

No comments