Header Ads

অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণ করে বিয়ে করার হুমকি, গ্রেফতার এক নাবালক-সহ ৩

নজরবন্দি ব্যুরোঃ ভাবুন একবার বিভিন্ন সময়ে যার হুমকির জন্য বার বার বাংলার রাজনীতি তথস্ট হয়েছে এবার সেই অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণ করে বিয়ে করার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক নাবালক-সহ ৩। ফালাকাটা, রায়গঞ্জ এবং পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। দফায় দফায় অভিযুক্তদের জেরা করা হচ্ছে। শুধু মজা করার জন্যে নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির শুরু ইউটিউবারের চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে। ওই ভিডিও-তেই অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার 'হুমকি' দেওয়া হয় বলে অভিযোগ।
 আর শুধু বিয়েই নয়, বিয়ে করে নাতি, নাতনি নিয়ে বাড়ি ফেরার কথাও বলা হয়। ভিডিওটি প্রকাশ হতেই হু হু করে ভাইরাল হতে থাকে। সোশ্যাল মিডিয়ার আরও অন্য প্লাটফর্মে যেমন ফেসবুক, টিকটক এর মতো বহু ব্যাবহারিত অ্যাপে তা ভাইরাল হতে থাকে। তদন্তে নেমেই ফালাকাটার সুকান্তের খোঁজ পান পুলিশ আধিকারিকরা। প্রথমকেই তাকে হেফাজতে নেওয়া হয়। দফায় দফায় জেরা করা হয় তাকে। তাঁকে জেরা করে অরূপ বলে একজনের খোঁজ পান তদন্তকারীরা। আর তাকে হেফাজতে পাওয়ার পরেই এই ভিডিও যে তৈরি করেছে তাঁর কাছে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। ২১ জানুয়ারি প্রথমে সুকান্তকে গ্রেফতার করা হয়। তারপর গ্রেফতার করা হয় অরূপকে। আজ সকালে গ্রেফতার হয় ওই নাবালকও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.