Header Ads

বোর্ডের সফরসূচি নিয়ে ক্ষুব্ধ অধিনায়ক বিরাট। কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ পরপর সিরিজ খেলতে হচ্ছে, তার উপর দীর্ঘ বিমানযাত্রা। বিসিসিআই-এর সফরসূচির পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলে ভারত। সোমবারই নিউজিল্যান্ড উড়ে যান বিরাটরা। এই বিষয়টি নিয়েই ক্ষোভপ্রকাশ করেছেন ভারতের অধিনায়ক। ভারত অধিনায়ক এদিন জানিয়েছেন, “বিমান থেকে নামা ও মাঠে ম্যাচ খেলার মধ্যে সময় কমছে। সেই সঙ্গে নিউজিল্যান্ড ভারতের থেকে ৭ ঘন্টা এগিয়ে”।
 তিনি আরও বলেন “টানা ক্রিকেট সূচির কারণে আজকের যুগে দুই সিরিজের মধ্যে ব্যবধান কমে যাচ্ছে। নিউজিল্যান্ডে এসে সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সামনে টি-২০ বিশ্বকাপ। আরও বেশি ম্যাচ খেলার প্রয়োজন আমাদের, কিন্তু টানা ক্রিকেটসূচির দিকটাও বিবেচনা করা উচিত”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.