Header Ads

রাজভবনে রাজ্যপালের বৈঠকে যোগ দিলেন না রাজ্যের কোন উপাচার্যই

নজরবন্দি ব্যুরোঃ আরও একবার রাজ্য-রাজপাল মৌন-সংঘাত প্রকাশ্যে এল। এবার সরাসরি রাজ্য সরকার সংঘাতে না জড়ালেও সেই কাজ করলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। সোমবার রাজ্যপাল জগদিপ ধনখড় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ঘোষণা করেন। রীতিমত সংবাদ মাধ্যমের সামনে বৈঠকের ঘোষণা করেন। সোমবার সকাল ১১টা নাগাদ মিটিং হওয়ার কথা ছিল রাজভবনে। রাজ্যপালও এদিন বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও আসেন নি কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফলত স্পষ্টতই একটা মৌন সংঘাত রয়েছে তা অনুমান করা কষ্টের নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছিল। আগেই রাজ্যপালের ব্যবহারে রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ তুলে তাঁকে গেট টোপকে ভিরতে ঢুকতে দেন নি পড়ুয়ারা। বিক্ষোভের মুখে পড়ে কার্যত ফিরে আসতে হয় রাজ্যপালকে। এরপরই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন তিনি রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে রাজভবনে বৈঠক করতে চান। রাজভবন তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু চিঠি গেলেও আজ একজনও উপাচার্য ওই বৈঠকে এলেন না। ফলত বৈঠক বাতিল করতে বাধ্য হন রাজ্যপাল জগদিপ ধনখড়। সরকারের কাছে সবুজ সংকেত না মেলায় বৈঠকে উপাচার্যরা আসতে পারেন নি বলে সূত্রের খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.