Header Ads

কোয়েস ছাড়ছে ইস্টবেঙ্গল!

নজরবন্দি ব্যুরোঃ গোকুলাম ম্যাচে ইষ্টবেঙ্গলের চুড়ান্ত হারের পর ক্ষোভ তৈরি হয় সমর্থকদের মধ্যে। কোচ আলেজান্দ্রো ও ক্লাব কর্তাদের মধ্যে আগেই দুরত্ব তৈরি হয়েছিল। সে কথা জানতেন ইস্টবেঙ্গলের সিইও রঞ্জিত সেন। কিন্তু গোকুলাম ম্যাচে চুড়ান্ত হারের পর নিজেকে প্রাক্তন দাবি করে এবার কোম্পানি বন্ধের দিকে হাঁটল 'কোয়েস ইস্টবেঙ্গল'। মে মাসের পরই কোম্পানি বন্ধ হওয়ার কথা। বৃহস্পতিবার একটাই  জানিয়েছেন সিইও। যদিও নিজেকে প্রাক্তন সিইও বলে দাবি করেছেন রঞ্জিত। ক্লাবের সমর্থকদের অভিযোগ পরপর ক্লাবের হারের পর নিজের দায় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন কোয়েস ইস্টবেঙ্গল এফসির সিইও।
প্রসঙ্গত উল্লেখ্য, আলেজান্দ্রো কোচ হিসাবে আসার পর থেকেই নিজের মত নতুন ভাবে দল তৈরি করছিলেন। নিজের ইচ্ছে মত বিদেশী প্লেয়ারদের বেছে নিতেন। তখন সে বিষয়য়ে  ক্লাব কর্তৃপক্ষ আমল দেয়নি বলে সূত্রের খবর। কিন্তু গোকুলাম ম্যাচে হারের পরই  লাল-হলুদ সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় সিইও রঞ্জিত সেনকে। এরপরই বৃহস্পতিবার কোম্পানি বন্ধের এই ঘোষণা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত সেন সমস্ত দায় এড়িয়ে বলেন, অক্টোবর থেকে তিনি সিইও পদ ছেড়ে দিয়েছেন। তবে মে মাস পর্যন্ত তিনি ওই পদের কাজ সামলাচ্ছেন পরিচালক মন্ডলির অনুরোধে। তবে মে মাসে কোয়েস ছেড়ে যাওয়ায় বিপাকে পড়তে চলেছে ক্লাব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.