Header Ads

কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য চালু নয়া পোশাক বিধি

নজরবন্দি ব্যুরোঃ হিন্দুদের একটি অত্যন্ত প্রাচীন একটি শৈবতীর্থ বারানসী বা বাঙালির কাশী। দশকের পর দশক জুড়ে ভারতের আধ্যাত্ম চর্চার অন্যতম পীঠস্থান এই বেনারস। ইতিহাস আর পুরানের স্মৃতি বহন করছে এই স্থান। এক অন্যটানে গোটা ভারত জুড়েই পুন্যার্থির ঢল নামেও কাশী বিশ্বনাথের মন্দিরে। তবে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য নয়া নিয়ম চালু করতে উদ্যোগী মন্দির পরিচালন পরিষদ। এখন থেকে বিশ্বনাথ মন্দিরের জন্য তৈরি হয়েছে নয়া 'ড্রেস কোড'। প্যান্ট শার্টে আর গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলবে না।
ছেলেদের ক্ষেত্রে ধুতি ও পাঞ্জাবী ও মহিলাদের ক্ষেত্রে সাড়ি পরিধান বাধ্যতা মুলক বলে জানানো হয়েছে পরিচালন পরিষদের তরফে। এখন থেকে প্রতি দিন সকাল এগারোটায় শুরু হবে বিশ্বনাথ মন্দিরের পুজো। পরিষদ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয় মন্দিরে ঢোকার জন্য কোন পোশাকেই আপত্তি ণেই। শুধুমাত্র গর্ভগৃহে প্রবেশের জন্যই এই নিয়ম। তবে ঠিক কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য দেয় নি মন্দির পরিচালন পরিষদ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.