Header Ads

জেএনইউ’তে হামলার ঘটনায় হামলাকারী তরুণীকে শনাক্ত করল পুলিশ

নজরবন্দি ব্যুরোঃ বছর শুরুর প্রথম রবিবারের ঘটনা এখনও দগদগে স্মৃতির মত ভেসে আছে। সন্ধে নাগাদ মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। বাঁশ ও লোহার রড দিয়ে নির্মম ভাবে পেটানো হয় হোস্টেলের পড়ুয়াদের। হোস্টেলের একের পর এক ঘরে ঢুকে চলতে থাকে তাণ্ডব। মারের আঘাতে গুরুতর জখম হন বহুপড়ুয়া ও অধ্যাপকরা। হামলায় মারাত্মক জখম হন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি তথা এসএফআই নেত্রী ঐশী ঘোষ৷ লাঠির আঘাতে মাথা ফেটে যায় তাঁর৷ অধ্যাপিক সুচরিতা সেনও গুরুতর জখম হন৷ পড়ুয়া ও অধ্যাপক সবমিলিয়ে জনা উনিশকে এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি রাখা হয়।
এই ঘটনা ঘটার সময় সবরমতী হস্টেলের পড়ুয়াদের হুমকি দিতে দেখা যায় মুখ ঢাকা মহিলাকে। এমনই একটি ভিডিও উঠে আশে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কে সেই তরুণী, ঘটনাটি ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর ভাইরাল হওয়া ওই ভিডিওতে থাকা তরুণীকে শনাক্ত করল দিল্লি পুলিশ। অপরাধ দমন শাখা জানিয়েছে ওই তরুণী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী। তবে তার নাম প্রকাশ্যে আনে নি পুলিশ। চিহ্নিত ৮ আক্রমণকরীরা অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্য বলে জানা গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হামলাকারী ওই মুখ বাঁধা ছাত্রীকে তলব করেছে দিল্লি পুলশ। এতিমধ্যেই বিষয়টি নিয়ে সরগরম দেশের ছাত্র রাজনীতি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.