Header Ads

কোটি কোটি টাকার মাদক সহ এসটিএফ-এর জালে দুই মাদক কারবারি।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশের জালে ধরা পড়ল ভিন রাজ্য থেকে আসা দুই মাদক কারবারি। সাথে কোটি কোটি টাকার মাদক। নাম জুবের এবং মৌলানা। তাঁরা মণিপুর এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজারে আনুমানিক দাম অন্ততপক্ষে ৭৫ থেকে ১০৫ কোটি টাকা।
পুলিশ সুত্রে খবর, সোমবার রাতে গোপন সুত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তারপরেই, এসটিএফ বাহিনী টালা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় ২৫ কিলোর বেশি হেরোইন সহ দুই মাদক কারবারি জুবের ও মৌলানা ফয়জুদ্দিন। জুবের বয়স ৪০, উত্তরপ্রদেশের বাসিন্দা আর মৌলানা ফয়জুদ্দিন মণিপুরে থাকেন। দুজনের কাছে থেকে পাওয়া গেছে দুই ধনের হেরোইন। জুবেরের কাছে ছিল ২০ কিলো বেগুনি রঙের হেরোইন এবং মৌলানা ফয়জুদ্দিনের কাছে ছিল ৫ কিলো সাদা হেরোইন।
পুলিশের ধারানা ওই দুই ধনের মাদক মিশিয়ে এক নতুন ধরনের মাদক তৈরী করাই ছিল দুই মাদক কারবারির উদ্দেশ্য। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ এসটিএফ আধিকারিকরা আরও বলেন, গোটা রাজ্যে এমনকি উত্তর-পূর্ব ভারতেও সাম্প্রতিক কালে আক সাথে এই পরিমাণ মাদক উদ্ধার হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.