Header Ads

ধাওয়নের কাঁধে চোট, জাতীয় দলে ফেরার সুযোগ পৃথ্বীর সামনে।

নজরবন্দি ব্যুরোঃ জাতীয় দলে প্রথম সুযোগ পেয়েই নজর কেড়েছিলেন পৃথ্বী শ। তারপর প্রথমে চোট তারপর ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন সচিন এর পর সব চেয়ে প্রতিভাবান ক্রিকেটার হলেন এই পৃথ্বী। কিন্তু তাঁর ক্রিকেট জীবনে অন্ধকার কাটিয়ে আবার আলোর দিকে ফেরার সম্ভবনা তৈরি হয়েছে। আর তার কারন হচ্ছে বেঙ্গালুরুতে শিখর ধাওয়নের কাঁধে চোট। গত কালই নিউজ়িল্যান্ডে সফরের জন্য উড়ে গিয়েছেন বিরাটরা। চোটের জন্য যেতে পারেননি ধাওয়ান, আর এখানেই উঠে আসছে পৃথ্বীর নাম। যদিও তাঁর সঙ্গে নাম উঠছে সঞ্জু স্যামসনেরও।
 দু'জনেই এই মুহূর্তে নিউজ়িল্যান্ডে ভারতীয় 'এ' দলের হয়ে খেলছেন। কারণ শিখর আবার কবে ব্যাট হাতে মাঠে নামতে পারবে সেটা এখনও বলা যাচ্ছে না। তাই এবার সাদা বলের ক্রিকেটে ওপেনার খোঁজার কাজ সুরু করেছেন নির্বাচকরা আর সেখানেই সব চাইতে আগে নাম আসছে পৃথ্বী শয়ের। কারন রবিবারই নিউজ়িল্যান্ড একাদশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১০০ বলে ১৫০ করেন পৃথ্বী। ফলে বড় কন অঘটন না ঘটলে আবার জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে এই প্রতিভাবান তরুণকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.