Header Ads

কোরোনা ভাইরাসে চিনে মৃতের সংখ্যা ২৫, সতর্ক ভারত

নজরবন্দি ব্যুরোঃ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। এদের মধ্যে ২৪ জনেরই মৃত্যু হয়েছে চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রভিন্সে। একজনের মৃত্যু হয়েছে পার্শ্ববর্তী হেবেই প্রভিন্সে। এই নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩০-এ। এদিকে পরিস্থিতির উপড় কড়া নজর রাখছে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারতের বিমানবন্দরে সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে। নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে।
পাশাপাশি চিন থেকে ভারতে আসতে চাওয়া মানুষের ভিসার আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীর শারীরিক সুস্থতার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটির বিশ্বব্যাপী প্রভাব মোকাবিলা করতে বুধবার একটি জরুরি সভা ডাকে। সেই আলোচনা শেষেই জরুরী কমিটির প্যানেল চেয়ারম্যান দিদিয়ের হউসিন বলেন, ‘কোরোনা ভাইরাস নিয়ে এখনই বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করার কোনও দরকার রয়েছে বলে আমরা মনে করছি না’।
 কিন্তু এই ভাইরাস কি? এবং কি ভাবে ছরায়? করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষ শোনেনি। এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটি করোনাভাইরাসের একটি নতুন প্রজাতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.