বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানালো নিউজিল্যান্ড ক্রিকেট কাউন্সিল।
নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডে ভারতের সঙ্গে ওয়ান ডে ক্রিকেট সিরিজ দেখার জন্য সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানালো নিউজিল্যান্ড ক্রিকেট কাউন্সিল। আগামী 5 ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এই একদিনের সিরিজে যাতে একটা ম্যাচে অন্তত হাজির থাকেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
কিন্তু বিসিসিআই এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো উত্তর দেওয়া হয় নি। তবে সূত্রের খবর মার্চ মাসের শেষের দিকে নিউজিল্যান্ডে যেতে পারেন সৌরভ। আর সেই সময় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তাদেরও সেখানে ডাকা হতে পারে বলে খবর করণ আইসিসির কাছে আরও বেশি পরিমাণে লভ্যাংশ আদায় করা নিয়ে বৈঠক হতে পারে। সেখানে উপস্থিত থাকবে এই দুই দেশের কর্তারা ছারাও নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

No comments