Header Ads

পাখির চোখ পুরভোটে, কৌশল ঠিক করতে আজ তৃণমূলের বৈঠকে থাকছেন পার্থ, অভিষেক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পুরভোট।শাসকদল সহ বিরোধি রাজনৈতীক দল গুলো নির্বাচনের রণকৌশল নির্ধারণে ব্যস্ত। নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতে তৃণমূল ভবনে আজ বৈঠকে বসছে শাসকদল। সূত্রের খবর, রাজনৈতিক কর্মসূচি পর্যালোচনা সাথে পরবর্তী কর্মসূচি কি হওয়া উচিত তা সমস্ত কিছুই স্থির হবে আজকের এই বৈঠকে।শোনা যাচ্ছে, আজই উত্তরবঙ্গ থেকে ফিরতে পারেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থাকতে পারেন বৈঠকে। তৃণমূল ভবনের আজ বিকেলের বৈঠকে উপস্থিত থাকবে সমস্ত জেলা সভাপতিরা।
 দলের নেতা-কর্মীদের জন্য থাকবে কিছু জরুরি বার্তা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্য সহ গোটা দেশে লাগাতার আন্দোলন চলছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই নয়া আইন বিরোধী আন্দোলন চালিয়ে জাচ্ছেন।তাই মনে করা হচ্ছে সিএএ নিয়েও জরুরি আলোচনা থাকবে বৈঠকে। তাছারাও বৈঠকের অন্যতম জরুরি আলোচনার বিষয় পুরভোটের সাংগঠনিক প্রস্তুতি।আজ তৃণমূল ভবনে উপস্থিত থাকছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জেলার ভারপ্রাপ্ত নেতারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.