Header Ads

আগামীদিনে ঐশীদের বাংলার মুখ হিসেবে দেখতে চান কানহাইয়া।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বিধাননগরে ইন্দ্রজিৎ গুপ্তের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে সিপিআই। এই অনুষ্ঠানেই দেশের এনআরসি, সিএএ ও এনআরপির বিরুদ্ধে একটি আলোচনা সভাও হয়। সভায় যোগ দেন সিপিআই নেতা তথা জেএনইউয়ের প্রাক্তনী কানহাইয়া কুমার। এই সভাতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, সিপিআইএমএলের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, কংগ্রেস নেতা সোমেন মিত্র সহ রাজ্যের শিল্পী ও বুদ্ধিজীবীদের একাংশ।

 সভা থেকেই প্রত্যেক বক্তাই কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন। নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে প্রতিবাদে সরব হন সবাই। কানহাইয়া কুমার তাঁর বক্তব্যে বলেন বিজেপি বিরোধী আন্দোলনে আগামী দিনে বাংলার মুখ হোক জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী ঐশী ঘোষেদের মত তরুণরা।
আগামী দিনে সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে আন্দোলনে বাংলার তরুণদের এগিয়ে আসার আহ্বান করেন কানহাইইয়া। এনআরসি ও সিএএ বিরোধী সিপিআই আয়োজিত এদিনের অনুষ্ঠানে বামেদের সঙ্গে কংগ্রেসও উপস্থিত ছিল। কংগ্রেস নেতা সোমেন মিত্রও এই সভা থেকে কড়া ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.