দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবিরানি
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ রোগভোগের পর প্রয়াত বীরভূমের তৃণমূলের জেলাসভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবিরানি মণ্ডল। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। একদিকে ডাক্তারি পরীক্ষা, অন্যদিকে বৈষ্ণবদেবী থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরে অনুব্রত ঘনিষ্ঠরা পুজো দিয়েছেন। বীরভূম জেলা জুড়ে কর্মী-সমর্থকরা পাঁচ সতীপীঠ সহ জেলার প্রায় সব মন্দিরে হোমযজ্ঞ করে দরিদ্রনারায়ণ সেবা করিয়েছেন শুধু অনুব্রত'র স্ত্রী'র সুস্থতার জন্য।
তবুও শেষ রক্ষ্যা হল না। ২৪ জানুয়ারি সকল ছটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছবিরানি মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেলেন স্বামী অনুব্রত মণ্ডল ও একমাত্র মেয়েকে। বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ছবিদেবী।

No comments